ধূসর বিকেলে ধুলিমাখা মেঠোপথে
হাত ধরে হারিয়ে যাবো দূরে
অজানা কোনো গায়ে যাবো দু'জনে
পাখিরা হারায় যেমন নীল গগনে।
কত রাত আমি নির্ঘুম জেগেছি
আঁখি জলে তোমার ছবি এঁকেছি!
শয়নে ভেবেছি স্বপনে পেয়েছি
নিশীথের জাগরণে তোমায় হারিয়েছি।
হৃদয়ের ভাঁজে ভাঁজে লিখেছি কবিতা
নয়নের জলরঙে তোমার ছবি আঁকা
নীল ময়ূরীর পেখম মেলা নৃত্য খেলা
দুলবো দু'জন অরন্যের ঝুলনা।
যে কথাটি মনে রেখেছি জমিয়ে
শুনবে কি তুমি নিশীথে গোপনে?
ছুঁয়ে যাবে হৃদয়ের নীল বন্দরে
প্রণয়ের লেনাদেনা গোপন অভিসারে।