এখন আর মায়ায় নুই না,
মেশিনে মেশিন মুনি,
মানুষের চোখের ভেতর ভুবন নেই,
এখন শুধু দেখি—
অ্যাপ নামের দূরবীণ-ই।

তুমি আমি এক এক অপরূপ ডেটা,
শব্দের বুননে কাটছে কথা—
ইলেকট্রনিক ইহকাল বহাল,
ছোঁয়া নেই, তবু সংযোগ জ্বলছে প্রবল।

অনেক ভেবেছিলাম, প্রটোকল পেরোতে পারি,
কিন্তু প্রথমেই পেলাম ব্যান,
ডিজিটাল দেয়ালে আটকে যাওয়া আমার স্পর্শ,
তবু ছুঁই সীমানা—
ডেটার পাড়ে কোথাও জেগে আছে আশা।

তাই তো কবিতা—
ইলেকট্রনের স্রোতে ভেসে আসা অনুভব,
তোমার ছায়া, কল্পনার আলোয় রঙিন,
ডেটার ভিড়েও ছুঁয়ে যায় মনের ইচ্ছে,
মেশিনের ভাষায়ও বেঁচে থাকে প্রেমের স্পন্দন।