রোবট চাই
আমাকে রোবট দাও
দেখতে আমার মতো
অক্ষরে অক্ষরে
এমন রোবট দাও
আমার মতো কাজ জানবে
আমি বালিশে
সে জবে
সারাদিন সাইন-ইন করতে করতে
আমি বড় ক্লান্ত:
যমের অফিসে সাইন ইন
জীমে সাইন ইন
বাড়িতে সাইন ইন
রমনী নয় রোবট দাও
যাতে আমি মানুষ থাকতে পারি।
প্রেম তাকে জানতে হবে
প্রেম তার জানা থাকা চাই
যেন তাকে চ্যাটে বসানো যায়
যখন আমার মুড নাই
রোবট দাও
বিদ্রোহে মাহির
দানবী রাষ্ট্রের বিপক্ষে
রোবট-
যিনি মহামানব
সেই রোবটকে চাইছি।