আশায় আশায় দিন গেলো আর কর্ম হলো না
দেশটা কাধে নিলো ঠিকি তবু দেশ করে খা খা
মিলবে অধিক চাল আর আটা গলাবাজি শুনে
দেশের মানুষ বড্ড সাধে আশার দিন গুনে
গুনে হবে কি এমন নেতা অনেক আসলো গেলো
নেতা সেই যে গেলো আর না ফিরে এলো
মূর্খ সূর্খ নয় এ নেতা পড়ালেখার জাহাজ
মুখের কথা মিষ্টি শুধু কাজগুলো বোকার
বিদ্যা হলো এক জিনিস আর বুদ্ধি আরেক
বিদ্যা হল বহিরাগত বুদ্ধিটা বারেক
ফিরতে ফিরতে বাংলাদেশের দেরিই কেবল হয়
অমুক নেতা তমুক নেতা সবাই বলো জয়।