তোমাকে কিছু বলার প্রয়োজন দেখি না
আমার তোমাকে শোনা প্রয়োজন
তোমার হতাশাগুলো আমার কানকে জাগ্রত করে

তুমি তোমার গল্প বলো
বলো কারা তোমার মন ভাঙ্গে, কি তোমাকে কাদায়
তোমার আগুন বলো
কোন স্বপ্ন তোমাকে পোড়ায়
তোমার নিভে যাওয়াগুলো বলো
বলো তোমার ধোয়ারা কোথায় উড়ে যায়
নানা সময়ের নানা ধোয়া
কোনগুলো তুমি মিস করো

আমার খোড়া জাজমেন্টগুলো ক্র‍্যাচ নিয়ে কবরের দিকে হাটে
দিন যায় তারা বিলীন হয় তত
আমার সার্কাকাজম এ্যনেস্থেসিয়া নিয়ে পরে আছে
আমার ইঞ্জিন গাড়ি ফেলে চলে গেছে
আমাকে তোমার ইঞ্জিনটা দাও
আমার শ্রবণের স্টেয়ারিঙ ধরো
আমাকে নিয়ে যাও যেদিকে খুশি

যখন মনে হবে তুমি জানো না আমাকে কেন নিয়ে গেছো
তুমি বিরতি নিও
আমি চলে গেলে তুমি ভেবো কেন সব বলেছিলে

আবার আসি আমি, আবার তুমি আসো
তুমি বলতে বলতে স্পষ্ট হয়ে আসো
তুমি জেনে যাও তোমার উদ্দেশ্যগুলো
যারা তোমার হাত ছেড়ে দিয়েছিল
যাদের হাত তুমি ছেড়ে দিয়েছিলে

তুমি আবার ভাবো কতটা পরিবর্তন তুমি চেয়েছিলে
কতটা শিশু তোমার মধ্যে রাখতে চাও
ভাবতে ভাবতে তুমি তারা হয়ে যাও
তোমাকে কিছু বলার প্রয়োজন দেখি না;
আমার
শুধু তোমার আলো দেখা প্রয়োজন।