কবিরা কবিতা না করলে
জনগণ মাছভাতহীন
কবিরা কবিতা না করলে
ডলারের দাম একশো তিরিশ
শুধু ভালো লাগিয়ে কাজ কি হে?
শুধু আবেগে কি আসেযায় জাতির?
বোধ থাকা চাই
ভাবানোর ক্ষমতা থাকা চাই
শুয়ে শুয়ে লিখো তাই
ভাবনাটি বুঝি জাগে নি
কি পেয়েছি?
সহজ ভাবনার প্যাচানো বাক্য,
মেয়াদোত্তীর্ণ ভারী শব্দ,
নির্বচনীয়কে অনির্বচনীয় করার ভোতা হাতিয়ার-
রুপক, উপমা, সার্কাজম।
হায়, ২৪ এর বাঙালি
আজো ৭০ এর অনুসারী
হায়,কবি সব গোল্লায় যায়
গোল্লার সব পাঠকের চাহিদায়
শুধু কি বই বিক্কিরির,
প্রশংসা পাবার আরামখানা কি কবিতা?
কবিরা জেগে ওঠো!!!
বোধে শান দাও, অনুধাবনে প্রাণ দাও
মস্তিকের চর্চা শেখাও।
মানুষ, নদী, গাছ, পাখি,
এমনকি শহরের শীর্ণ কুকুরটিও
আছে তোমার দিকে চেয়ে.....
জেগে ওঠো কবি,
অনেক হলো দেরি
জেগে ওঠো....
জেগে ওঠো.......