এসেছে সাকার মাছ গঙ্গার জলে
তাই দেখে নগরের জনপদ জ্বলে
ভয়াবহ এই মাছ গজবের দান
খেয়ে ফেলে দেশি মাছ, শ্যাওলার প্রাণ
এ্যকুরিয়ামেতে ছিলো বিষ্ঠাকে খেতে
যুগে যুগে মানুষের হৃদয়েতে মেতে
লাল মিয়া জানালো স্রোতস্বিণী মায়ে
ক্ষেপেছে ঢাকার প্রতি বর্জ্য মাখায়ে
সদরঘাট, বাস, পাট; কতশত ঘর
ময়লা ফেলেছে স্রোতে জল যেন পর
গঙ্গার পানি হলো মলমূতে কালো
কালো এই মাছ তাই আসর জমালো
সময় থাকতে তোরা নদী সাদা কর
নয়ত জলের রোগে ধুকেধুকে মর।