চলে যাচ্ছি আঁধারে গলে যাওয়ার ন্যায়
আমিও আজিকের রাতটি জাগবো
শত মানুষ যেভাবে রাতের পর রাত জেগে রয়
অচেনা অতিথির মত না হয় মুখ বুজেই থাকবো
আমার গরম নিঃশ্বাস যদি বাতাসে বাধা পায়
চুলের ভাঁজে যদি বারবার হাত চলে যায় নিঃশব্দে
কারো কোন ক্ষতি হবে কি এ অবেলায়
চোখের কোণের জল যদি বুকে গিয়ে জমাট বাঁধে|
চলেই যাচ্ছি মেঘমালার বয়ে চলার ন্যায়
আমিও বৃষ্টি এলেই ভিজবো
শত মানুষ যেভাবে ঘন্টার পর ঘন্টা ভিজে যায়
সুখের বশে জুবুথুবু হয়ে না হয় বসে থাকবো
আমার শীতল শ্বাসে যদি বৃষ্টি বাধাগ্রস্থ হয়
বুকের কষ্টে যদি কান্না ঝরে চুপিসারে
হবে কি অন্যায় এ বৃষ্টি বেলায়
বুকটা যদি হালকা করি দ্বীর্ঘশ্বাসের আঁচড়ে|
১৭ই ডিসেম্বর ২০১৯
রাতঃ ০২ঃ০২ মিনিট