সকাল হলেই পারত দুপুরের কি ছিল প্রয়োজন?
কেনই বা রৌদ্র ছায়ার অবিরাম খেলা?
রাত হলেই হত কেন আঁধারের আয়োজন?
কেনই বা কালোর বুকে অনাবিরত গলে চলা?
এ আলো-আঁধারের বুকে কি সহস্রাব্দের সুর শোনা যায়?
তবে কেন মাটির বুকে অতীতের লোনা গন্ধ লুটায়?
এ বুকের তাজা রক্ত কোথায় হয়েছে ক্ষরণ?
মৃত্তিকার কঠিন বুকে ছিটে-ফোঁটাও কি এঁটে নেই?
শত কাঁন্নার সুর বাতাশে কি করে না বিচারণ?
তবে কি বিগলিত চোখের জল আর জমে নেই?
স্বপ্নহীন কালো রাত কেন আর পরসা সাজায় না?
বুকের কষ্টগুলো কেন আজ আর মাদল বাজায় না?