আমি কেঁদেছি যতবার তার সবই ছিল অকারণ
হেসেছি যতটুকু সেটি তো নাম মাত্রই ক্ষতিপূরণ
সময়ের অসম তালে করে যাওয়া নাটকটি
বিনা দ্বিধায় জাগিয়ে রেখেছে মোরে সারা তিথি
টিকে থাকার দৌড় বাজিতে হেঁকেছিলাম যে দাম
স্বস্তির কিস্তি শোধের অভাবে স্বপ্ন করেছি নিলাম
কবিতার শব্দ চয়নে আজ যখন তোমাকে প্রয়োজন
নিজের মাঝেই দেখেছি অনার্থক বিভাজিত আয়োজন
তোমাকে যখন খুজেছি আমার পরিচিত পল্লীতে
হঠাৎ করেই হারিয়ে বসেছি বেদনার গর্ভে নিজেকে
গোলাপের পাপড়িতে যেদিন করেছি নিজেকে দান
সেদিনই বুঝে গেছি তোমার কাছে আমি মাত্রই সর্বনাম
৭ই ডিসেম্বর ২০১৯
দুপুর.