স্বাধীনতা তুমি দুই বাংলার কাঁটা তারে
স্বাধীনতা তুমি বইয়ের পাতার প্রতিটি স্তরে
স্বাধীনতা তুমি কি পদ্মা গঙ্গার তীরে?
স্বাধীনতা তোমার কতটুকু বিস্তর আমার অন্তরে!
পাল তোলা নৌকা,
সমুদ্র তরঙ্গের ফেনা,
মুক্তাকাশের পাখির ঝাপটা,
হিমেল বাতাশে দোলা গাছের পাতা।
শেষ কবে আমার হ্রদয় জুড়িয়েছে
জানিয়েছে কেউ কি তোমারে?
দিনের বুকে আলো
রাতের বুকে আঁধার
আমার বুকে তোমার!
আহা, রাজপথ! সে তো গিরী প্রস্তর।
আর কত রক্ত, আর কত গর্ত
তোমার প্রয়োজন, জানাবে কি আমারে?
স্বাধীনতা তুমি শেষ বেঞ্চের ছাত্রের
স্বাধীনতা তুমি হিংস্র শকুনের নেত্রের
স্বাধীনতা তুমি কি ছায়া হারা পুত্রের?
স্বাধীনতা তোমার কতটুকু প্রভাব সম্বল হারা রিক্তের?