তোমার চোখে আকাশ দেখতাম
দেখতাম আমি নদী
ভালোবেসে আমার পাশে
বসতে তুমি যদি । ।
তোমায় ঘিরে আমার পৃথিবী
তোমার মাঝে আমি
সারাটা রাত স্বপ্ন হয়ে থাক
আমার চোখে তুমি ।
তোমার পথের পথিক আমি
এক পলক দেখার আশায়
তোমার মনের কোনে আমায়
একটু দিয়ো ঠাঁই ।