এসো, ভালবেসে নিঃস্ব হবো আজ।
চোখে চোখ রেখে, হৃদয়ে ঝড় তুলে
বিলিয়ে দেব প্রেম দু'জন দু'জনাতে
মিলিয়ে যাব অজানা সুখের ভুবনে
যা বলে বলুক লোকে।
সভ্যতার নিয়ম শৃংখল ভেঙ্গে
ধম্য-কম্য-জাত সব কিছু ভুলে
আজ হোক শুধুই মধুময় মিলন
নিজেকে উজাড় করে।
ভালবাসা স্বর্গীয় সুধা বিধাতার দান
দোষ কি তবে ভালোবেসে উৎসর্গীলে প্রাণ?