আবার যদি হয়ে যায় দেখা, শেষ বিকেলের কোনো চেনা পথে
উতলে উঠে হৃদয়ের শুকনো ভালবাসা, যদি আবার
হারানো সুর বেজে ওঠে আনমনে, চেনা কোনো গানে
তোমার মনের ভিতর জাগে আমার সুপ্ত অনুভব ।
আবার যদি আন্ত:নগর ট্রেনে মুখোমুখী হয়ে যায় দেখা
ভাবনা জুড়ে ফেলে আশা দিন স্মৃতি হয়ে উকি দেয়
আবার যদি চোখে চোখে কথা হয় স্বপ্নিল ঘুরি উড়ে
তবে কি পারবে তুমি দিগন্তহীন আকাশে শংখচিলের মত একা একা উড়তে ?