কি পেলে স্বাদ প্রেমহীন সম্ভোগে?
ক্ষণিকের তৃষ্ণা মিটালে নীরস জলে
আমি না হয় বয়ে বেড়াই আমৃত্যু, তুমিও কি
নিস্তার পাও দুঃস্বপ্নের বেড়াজাল থেকে?
আমি না হয় কাঁদব প্রতি অমাবস্যায়
অপার্থিব, অনাকাংখিত যন্ত্রনায়,
বলতে পারো তুমি, দাঁড়াবে না কোনদিন
বিবেকের কাঠগড়ায়?
তোমার ভুলে আসবে যে পৃথিবীতে
কি নাম দিবে তার?
সেও তো একদিন প্রশ্ন ছুড়বে
ভেবে দেখেছ কি একবার?
হে তুমি না হতে চাও নারীমনে,
স্বপ্নবুনা সাহসী রুপকার?
কি প্রয়োজন তবে সারাটা জীবন
কাপুরুষ হয়ে বাঁচার?