আবার নাহয় আসিও ফিরে
যমুনা চরে আমার ঘরে
কাটাতে একটি রাত;
ঝিঁঝিঁর গানে দক্ষিণা বানে
মেঘের ভেলায় চড়ে, দেখিতে _
পূর্ণিমা রাতে আঁধারের সাথে
জোৎস্নার সংঘাত।
এবার নাহয় উপোস ফেরা তোমার, তুমি
শরীরি ক্ষুধাতুর,
আবার যখন হবে দেখা
ভাসবো নাহয় দু'জনে মিলে
যমুনা জলে, প্রেমলীলায় তৃপ্তরজনী
পূর্ণতায় হবে ভোর।
"তুমি আসিও পূর্ণিমায় ওগো রাঁধা
আমার প্রেমকুঞ্জে, জোৎস্নায় করিতে স্নান
মিলনের প্রেমসুধা করিতে পান।"