অতঃপর বনলতা সেন; ধূসর অন্ধকার শেষে
ফিরে এলো সে নীল জ্যোৎস্নার বেশে
শালিকের ডানায় তখন কুয়াশার রঙ
শিশির ঝরা নির্জন নীরব আবেশে।
হলদে ফুল, গোলাপী ছোপ
নীলাভ শাড়ীর লাল পাড়
নিস্তব্ধতার বুকে মায়াবী এক সুর,
সবুজের বুকে ঘুঙুরের ঝংকার।
তাঁর দীঘল কালো চুল, ছুঁই ছুঁই ঘাসফুল,
এ যেনো এক ছন্দময় রাত
ভরা পূর্ণিমার রাতে, চাঁদের সাথে
মেঘের, আলো-আঁধারী সংঘাত।
দেখেছি আমি তারে, অনুভূতির অভিসারে
এ যেনো এক পরী
সাদা মেঘের ভেলায় চড়ে, ভাবনার আকাশে উড়ে
এলো এক স্বর্গীয় অপ্সরী।