(এক: অনুভব)
আজও রাত কেটে যাবে একাকী ঘুমহীন
তোমাকে ভেবে ভেবে, এক স্বপ্নিল অনুভবে;
যদিও তুমি আছো আমার পৃথিবী জুরে
হৃদয় বাগিচায় প্রেমের প্রতীমা হয়ে।
(দুই: বিরহ)
যদিও আজ নেই তুমি আমার সংস্পর্শে
তবুও তোমার উষ্ণ পরশ দোলা দিয়ে মনটাকে
জানান দেয় তুমি আছ আমার অস্তিত্ব ঘিরে।
তোমার স্মৃতিরা সব,
জোনাক আলো হয়ে আমাকেই ঘিরে রাখে,
আধাঁরে যখন আমি,
পথভ্রষ্ট পথিক, এক দুঃস্বপ্নের মুরুভূমি।
(তিন: উপলব্দি)
জানি তুমিও কষ্ট পাও, বিরহ ভাবনায়
আড়ালে বসে কাঁদো
চোখের জলে ভাসো
প্রতিদিন প্রতিরাত নিঃশব্দে আমাকেই খোঁজ।
(চার: প্রশ্ন)
তবে কেন দূরে থাকা, কল্পনায় ছবি আঁকা
মিছেমিছি অভিমানে, নিজেকে লুকিয়ে রাখা?
আনেক ক'টা প্রশ্ন ছিল তোমার কাছে
সুধাতাম যদি থাকতে পাশে
যদি ভালই না বাসতে তবে
কুড়িটা বছর কি করে ছিলে, একি ছাদের নিচে?
(পাঁচ: সান্তনা)
জানি, তুমি বড্ড অভিমানী আসবেনা আর ফিরে
দেখ, স্বার্থপরের মত আমিও বেশ আছি তোমাকে ছেড়ে।