নেশা ছিলো হলুদ খাম জমানো ।
বালক বয়স থেকে যখন যেখানে দেখেছি,
কিনেছি, চুরি ও করেছি,
তবুও হলুদ খাম জমানো কখনো ছাড়িনি।
তোমার মন খারাপ দেখে সব হলুদ খাম
দিয়েছিলাম তোমায় খেলতে,
ভেবেছিলাম তোমার মন ভালো হলে ফিরিয়ে দিবে আমায় একদিন।
তুমি মনে হয় ভুলেই গেছো,
আমি অপেষক্ষায় প্রতিদিনই তোমার দরজায় আমার ছায়া ফেলি।
তবুও আর আমার হলুদ খামের দেখা পাইনি।
একদিন দেখলাম আমারই সেই হলুদ খামে ভরে,
ভালোবাসা দিচ্ছো কোন এক যুবক’কে।
শুনছো,
তারপর থেকেই আমার প্রচন্ড মন খারাপ,
প্রচন্ড মন খারাপ নিয়ে
আমি এখন শুধু বিষাদের কবিতা লিখি।
শুনছো,
সামান্য হলুদ খামও একজন মানুষকে কবি বানিয়ে দেয়,
আশ্চর্য না!!
———————
রশিদ হারুন
১৭/০৫/২০১৯