যতোদিন মানুষের চেহারা না দেখলে ঝাপসা হয়ে যায় সবকিছু,
আমি বোধহয় ততোদিন তোমায় দেখিনা।
কতো কিছুই ভেঙে যায়
আমাদের ভালোবাসার মতো ।
পুরোনো ঢাকার মোড়ের বিরায়ানীর ছোট দোকানটা ভেঙে এখন নতুন বড় একটা দোকান হয়েছে।
ছোট দোকানটার কাচ্চি বিরিয়ানি সাথে এক গ্লাস বোরহানী কি যে প্রিয় ছিলো তোমার।
শুধু বিরায়ানির গন্ধ পেলেই তোমার কথা মনে পরে আমার।
এখনো কি খেতে যাও সেখানে ?
কিন্তু কার সাথে যাও ?
————————
রশিদ হারুন
১৪/০৭/২০১৯