কবি হিসাবে আমি খুবই বিষাদে ডুবেছি,
একটি শব্দের অপেক্ষায় আমার কলম
আজ ধর্মঘট ডেকেছে।

শব্দটি হবে শ্রমিকের ,
শব্দটি হবে মালিকের,
শব্দটিকে বিশ্বাস করবে
রাজনীতিবিদ আর শাসকগন।

শিক্ষকরা বুকে ধারন করে শব্দটি
তার ছাত্রদের ক্লাশে বিতরন করবে,
এমন একটি শব্দ চায় আমার কলম
শব্দটি শুনে প্রান খুলে হাসবে
পুলিশ, ডাক্তার আর বুদ্ধিজীবিগন।

শব্দটি হবে শিশু আর বৃদ্ধদের ভরষা,
শব্দটি হবে চুম্বনের ভাষা,
এই শব্দটি থাকবে সব মানুষের বুকে।

পাঠকগন,
আপনারা সবাই জোড়ে তালি দিন,
স্লোগানে স্লোগানে অভিনন্দন জানান,
শব্দটি চলে এসেছে,
আমার বিষাদ  বিদায় নিয়েছে,
আমার কলম ধর্মঘট ভাঙ্গতে যাচ্ছে,
এখনি কাগজে লেখা হবে শব্দটি,
সবাই চিৎকার করে বলুন “ ভালোবাসা”।
——————————
রশিদ হারুন
২৯/০৭/২০১৮