নরকে যাবার ভয়ে
কিছু ধার্মিক পুরুষ,
অন্য ধর্মের মানুষের ঘরে খাবার খায়না,
অথচ রাতের বেলায় তারাই বেশ্যালয়ে একই নারীর ঠোঁটে উভয়ে চুম্বন করে
স্বর্গ খুঁজে।
ধার্মিকগন,
আপনারা কেউই খেয়াল করেনি,
ধর্ম নিঃসংগ হয়েছে কবেই।
সে অপমানিত হয়ে অভিমান করে শহরের শেষ প্রান্তে বসে আছে।
অপেক্ষা,
শুধু একজন সাধারন মানুষের জন্য।
——————————————
রশিদ হারুন
১৯/০৮/২০১৯