আষাঢ়ে বিষণ্নতায় ভুগছে এই শহরের আকাশ,
সে কাঁদছে বোকার মতো।
পুরো শহর সেই বিষণ্নতার কান্নার জলে ডুবে থই থই,
তুমি ছাড়া আকাশের এই কান্না থামানোর কেউ নেই এই শহরে।
পুরো আষাঢ় জুড়েই শোকার্ত কিছু কদম ফুল নিয়ে
আমি দু'পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি সেই 'মনমরা জলে'
ঠিক তোমার ঘরের এক নিষ্প্রাণ দরজায়।
মনোলীনা,
কদম ফুলে দিব্যি,
তোমার ঘরের দরজা জানালা
আজ বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের মতো নিশ্ছিদ্র করে বসে থেকোনা।
তুমি দরজা জানালা খুলে
হয় বোকা আকাশকে কান্না থামাতে বলো,
তা না হলে দরজা খুলে আমাকে ঘরে ঢুকতে দাও।
মনোলীনা,
আষাঢ়ে ভেসে যাচ্ছে আজ সারা শহর,
আর আমার হাতের কদম ফুলের তীব্র পাগলা গন্ধে
ভেসে যাচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর।
-///---
র শি দ হা রু ন
০৫/০৮/২০২১