আমার কবিতার বই " ভালো থেকো মনোলীনা" আসছে ২০১৮ ফেব্রুয়ারি তে
" আফসার ব্রাদার্স " থেকো। সাথে থাকবে ১২টি কবিতার আবৃত্তির সিডি।
ভালোবাসা ,অভিমান ও বিরহ নিয়ে লেখা।

১।  ----আচ্ছা আমি মরে গেলে কি হবে?
আমার বুকের গাঙচিল উড়ে যাবে কোন এক আকাশে,
আমার বুকে কিছু অভিমান আর বিরহ
তখনও জীবিত থাকবে,
আর থাকবে কিছু দুঃখ, কষ্ট,
ভালোবাসা আর কিছু অভিযোগ,
আর থাকবে একটা লুকানো অমানুষ।

------ "মরন" আমি তোমাকেও ভালোবাসি

২,অভিমান মানুষকে বিরহী  করে,
অভিমান মানুষকে কাঁদতে শিখায়,
অভিমান মানুষকে পরিশুদ্ধ করে,
অভিমানী মানুষ এক সময় বিপ্লবী হয়ে যায়।

-------অভিমান ও বিপ্লব
৩।মনোলীনা,
একবার এসে দেখো যাও ,
সময়ের দুয়ারে মৃত্যূ আজ হাসাহাসি করে,
নি:সঙ্গ মানুষের মরন থাকে অভিমানের অসুখে,
অভিমান আর হাহাকার ডুবছে
আমার বুকের হাওরের জলে।
মনোলীনা,
এই ক্ষুদ্র বুকে এত জল আর ধরেনা।

-------নিঃসঙ্গ মানুষের বুকের হাওর

৪। রাত হলেই কাফনের সাদা কাপড় পরে
কফিনে শুয়ে থাকি
আর সাদা বক হয়ে উড়তে থাকি।
যদি একটা সাদা বকের জীবন পেতাম
শুধু উড়তাম আর উড়তাম।
--------------------------
কাফনের কাপড় ও সাদা বক


সবার প্রতি আমার বইটি পড়ার আমন্ত্রন রইলো।