একটা ‘অব্যবহৃত ভালোবাসা’ পড়েছিলো
আমার আলমারির ড্রয়ারে,
নেপথালিনের সাথে মাখামাখি করে,
যেদিন আমার বিষন্ন ছায়া’টা অচল নোটের মত তার জানালায় পড়েছিলো,
তখনই মনে পড়লো ‘অব্যবহৃত ভালোবাসা’টার কথা ,
আমি দৌড়ে গিয়ে ‘অব্যবহ্রত ভালোবাসা’টা নিয়ে আসলাম,
তারপর তার দরজায় টোকা দিয়ে বললাম,
“আমার এই ‘অব্যবহৃত ভালোবাসা’টা শুধু তোমার জন্য,”
সে দরজা না খুলেই বললে,
“তুমিতো আমার ভালো বন্ধু”।
হে প্রেমিক প্রেমিকাগন,
“আমি তোমাকে ভালোবাসি না”
আর “তুমিতো আমার ভালো বন্ধু”
এই কথা দুটোর অর্থগত কোনো পার্থক্য নেই,
শুধু পার্থক্য মেয়াদ উত্তীর্ণ তারিখের।
আমি বুঝিনি,
আমার ‘অব্যবহৃত ভালোবাসা’র মেয়াদ অনেক আগেই চলে গিয়েছে,
‘আমি তোমাকে ভালোবাসি’
কথাটি অন্য কেউ মেয়াদ উত্তীর্ণের আগেই ব্যবহার করে ফেলেছিলো।
———————————
রশিদ হারুন
০৪/০২/২০১৯