আমি বৃষ্টির সাথে বৃষ্টি হয়ে ঝরে পড়ি,
রোদের সাথে রোদ হয়ে পুড়ি,
নদীর জলে স্রোত হয়ে ভাসি,
দিনগুলো ছটফট করতে করতে
মাস,বছর,শতাব্দী. মহাকাল হয়ে যায়,
বুক থেকে নিলাম হয়ে যায়
সব স্বপ্ন আর আবেগ,
জীবন থেকে নিলাম হয়ে যায় জীবন,
আমি ভুলে যাই আমি মানুষ,
শুধু একটি কথাই মাথায় ঘুরে
আমি ‘শিক্ষিত বেকার’
শুধুই ‘বেকার’
আমি প্রাচীন বঙ্গ কাল থেকে
আধুনিক বাংলার সকল বেকারের 'প্রতিনিধি'।
কাজ নাই তবুও আমি মনে মনে
সারাদিনই কাজ করি ,
বুকে সার্টিফিকেট নিয়ে সারাদিন চাকুরী খুঁজি,
পকেটে থাকে দরিদ্র মানিব্যাগ,
মানিব্যাগ এর আর্তনাদ আমাকে ঘুমোতে দেয় না,
অর্থ কষ্টে অহং মেরে ফেলে
বাবা মা’র কাছ হাত পাতি,
অথবা মনে মনে ভাবি
“সার্টিফিকেট’গুলো যদি বিক্রি করা যেতো”।
ভুলে যাই সেই মহাপাপের কথা
বেকার মানুষের প্রেমে পরাই যে 'মহাপাপ'
বেকার মানুষের
'প্রেম আর আত্মহত্যা একই অর্থ'
অথচ এই পাপটাই করে ফেলি নিজের অজান্তেই ,
একসময় বিচার হয় এই মহাপাপের
প্রেমিকার বিয়ের কার্ড দিয়ে যায় ডাকপিয়ন।
একা হয়ে যাই,
ভীষন একা,
চাকুরীজীবি বন্ধুদের করুনা থেকে দুরে থাকি,
অথবা ওরা আমার ঈর্ষা থেকে দুরে থাকে,.
আর তখনই রোদ,বৃষ্টি, নদীর স্রোত
আরো কত কিছু হতে যে ইচ্ছে করে,
শুধু পারিনা সার্টিফিকেট এর জন্য
সবাই বলবে “লেখা পড়া শিখে এখন এই করে”।
প্রিয় দেশ,
“আমি শুধু একজন ‘বেকার’ না
একটা আস্ত ‘মানুষ’ ও,
লাগবে না আমার সার্টিফিকেট
ফিরিয়ে দাও আমার সতের বছর
না হলে অন্ততঃ একটা যোগ্য চাকুরী দাও”।
--------------
রশিদ হারুন
১২/০৫/২০১৮