এখন তোমার দেখা পাই শুধুই গভীর রাতে!
চোখ বন্ধ করলেই তোমার চলে যাওয়ার আবছায়া দেখতে পাই।
ঘুমের মধ্যেও কেঁদে ফেলি।
সকালের আলোতে আমার ঘুম ভেঙে যাওয়া পর্যন্ত একদিন অপেক্ষা করলেই পারো!
-অন্তত তোমাকে আর তোমার চলে যাওয়া যেন পরিষ্কার দেখতে পাই।
আমি নিশ্চিত হতে চাই
তুমি আর কখনোই ফিরে আসবেনা।
তোমার অপেক্ষায়-অপেক্ষায় আমার বয়স অযথাই বেড়ে যাচ্ছে!!
———————————
রশিদ হারুন
০৯/০৬/২০২০