আমার জীবন উড়ছে মোবাইল ফোনে খুঁজতে থাকা এক সিগন্যালে
আমি তাকিয়ে আছি বিরহী ঘুঘুর মতো হাতে ধরা মোবাইলের পর্দায়।

চারিদিকে অন্ধকার করে সূর্য ডুবছে
বৃষ্টির জলে ভিজতে ভিজতে,
দুটি কাক বিদ্যুৎ এর তারে বসে আয়েশ করে বৃষ্টির জলে গোসল করছে;
রাস্তার কুকুর দুটো মন খারাপ করে সন্ধ্যার ভেজা আকাশের দিকে তাকিয়ে কি যেনো ভাবছে?
জানালার পাশে বসে মোবাইলের সাথে আমার শরীরও জলের ঝাপটায় ভিজছে
আর মোাবাইলে তোমাকে পাবার ব্যার্থ চেষ্টা করছি,
প্রতিবারই ফোনে নারী কন্ঠে জানিয়ে দিচ্ছে
তুমি এখন নেটওয়ার্কের বাহিরে আছো ।

আহারে আমার জীবন
তোমার নেটওয়ার্ক খুঁজছে সেই দুপুর থেকেই।
কাক দুটো এখনও ভিজছে খুশি মনে,
আর কুকুর দুটো বৃষ্টিতে মন খারাপ করে আকাশ দেখছেতো দেখছে।

আমি জানিনা
এভাবে অর্থহীন ভাবে জানালার পাশে বসে
কতোকাল তোমার নেটওয়ার্ক খুঁজবো আমি।

আহারে অপেক্ষার জীবন,
তোমার নেটওয়ার্ক ছাড়া আমার জীবনে এখন আর কিছুই নেই;
এই জলে ভেজা সন্ধ্যায়
তোমাকে ছাড়া আমার এখন আর  অন্যকিছুই মনে পড়ছে না
এখন আর অন্যকিছুই মনে পড়ছে না।
———————
র শি দ  হা রু ন
১৬/০৫/২০২৩