মনোলীনা,
তুমি
আমায় ডেকেছিলে একদিন
বিষন্ন বিকেলে।
বিশাল মাঠে
আমি দাড়িয়েছিলাম একা-
পিছনে এক দীর্ঘ বোকা বিষাদ,
বিকেলের ম্লান আলো
মাইলের পর মাইল ছাড়িয়ে
মন খারাপের ফাঁদ পেতে রেখেছিলো,
আকাশে উড়ছিলো একদল ক্ষুধার্ত শকুন।

তুমি আসোনি সেদিন।
অপেক্ষার সাথে অপেক্ষা-
সেলাই করতে করতে ক্লান্ত হয়ে
এক জীবন পার হয়ে যায়
সেই এক বিষন্ন বিকেলেই।

হঠাৎ একাকীত্ব ভেঙ্গে
শব মিছিল চলে যায় পাশ দিয়ে।
ভেসে আসে বাতাসে
কর্পূরের গন্ধমাখা এক তীব্র বিষন্নতা,
আর শকুনের ডানার অস্হিরতার শব্দ।

তারপর থেকে
প্রতিদিনই বিকেলে
সেই বিশাল মাঠে,
আমি একটা আস্ত জীবন পার করে দেই,
অপেক্ষায় অপেক্ষায় আর বিষন্নতায়।
আর প্রতিদিনই একটি শব মিছিল যায়
কর্পূরের গন্ধ আমার বুকে মেখে।

মনোলীনা,
তুমি কখনোই
টের পেলেনা,
আমার এই বিষাদের বুকের
তীব্র অন্ধকার আর বড়ো নির্জনতা,
ঠিক যেনো-
মৃত মানুষের কবরের মতো।
—————————————————
রশিদ হারুন
১৭/১০/২০১৯