তুমি চলে যাচ্ছো,
পিছনে ফিরে একবারও দেখলে না
আমি বুকের ভিতরে কাঁদছি।
মাটিতে ছুঁয়ে আছে তোমার লাল শাড়ির আঁচল।
মাটিই জানে এই আঁচলের ছোঁয়া কতোটুকু কঠোর কোমল
নাকি অনুভূতিশূন্য?
তুমি চলে যাচ্ছো
আমি বুকের ভিতরে কাঁদছি।
-----------
র শি দ  হা রু ন
২৬/০৬/২০২১