একজন আমার ঠোঁট ছুঁয়ে বলেছিলো ,
“ভালোবাসি”।

আমি আয়নায় তাকাইনি অনেকদিন সেই বিশ্বাসে।

ঘুমিয়ে ছিলাম মরার মতো দীর্ঘকাল।
একদিন চোখ খুলে দেখি
পুড়ে গিয়েছে সব
বুকের ভিতরে বাহিরে!
সেখানে জমেছে শুধু হাহাকার।

আরেকজন আমার হাহাকার ছুঁয়ে বলেছিলো
“ ভালো থেকো”।

যে আমার ঠোঁট ছুঁয়ে ছিলো,
সে আমায় হাহাকার দিলো!
যে আমার হাহাকার ছুঁয়েছিলো,
সে আমায় ভালোবেসে ছিলো।
———————
রশিদ হারুন
৩১/০১/২০১৯