ঠিক বুকের এইখানে কান পাতো-
শুনতে পাও শো শো কোনো শব্দ?
এটা বাতাসের শব্দ।
এই বাতাসে ভেসে বেড়ায়
কবেকার ভুলে যাওয়া রাস্তাঘাট, গাছপালা , বাড়িঘর, মানুষ আর কথা।
আরো ভাসে ভুল করে মরে যাওয়া কিছু স্বপ্ন,
হারিয়ে যাওয়া কিছু কবিতার লাইন,
সুতোকাটা ঘুড়ির মতো একটা আস্ত সমুদ্র।
কি যে হয় মাঝে মাঝে!!
ঝড় উঠে বাতাসে,
বুঝলে কালবৈশাখী ঝড়!!
যে ঝড়ের ভয়ে-
চাঁদ আর সূর্য ডুবে যায় একসাথে।
কেউ টের পায় না,
শুধু বুকটা জায়গায় জায়গায় ভেঙে যায়।
তখন বুক থেকে বের হয়ে আসে কিছু বাতাস।
-এটাকে বলে দীর্ঘশ্বাস।
সরে দাঁড়াও বুক থেকে-
একটা গরম দীর্ঘশ্বাস অনেকক্ষণ যাবত ছটফট করছে।
এক্ষুনি বের হবে।
তুমিও পুড়ে যেতে পারো-
দয়া করে সরে দাঁড়াও আরেকটু দুরে।
————————————
রশিদ হারুন
১২/০৩/২০২০