আজ হঠাৎ সন্ন্যাস নিয়ে
ভিক্ষায় নেমেছিলাম,
সারাদিন পর দেখলাম
ভিক্ষার পাত্রে জমা হয়েছে
কিছু অর্থকড়ি, দু’মুঠো চাল,
অসংখ্য করুনা, কিছু সহানুভূতি,
কিছু ঘৃনা,কিছু অবহেলা ,
কিছু সুখ , কিছু কষ্ট,একটা পরকীয়া,
তিনটি প্রতারনা, দুটি ভালোবাসা,
আস্ত একটা আকাশ
আর কিছু রোদ ।
————————————————-
রশিদ হারুন
০৭/০৫:২০১৮