“স্যার, একটা চাকুরী চাই”

এই বিরক্তিকর কথাটা আপনাদের বলতে বলতে আমি খুবই লজ্জিত।
চরম ভাবে লজ্জিত।

স্যার,
আমি সমাজ বিজ্ঞানে অনার্স- মাস্টারস,
দেখুন অরজিন্যালের সাথে আমার কাছে প্রথম শ্রেনীর গেজেটেড স্যারদের সত্যায়িত কপিও আছে,
একটা চারিত্রক প্রশংসা পত্রও আছে,
আমার চরিত্র ভালো
আর আমি কখনোই কোন রাষ্ট্র বিরোধী কর্মকান্ড করিনি।

স্যার,
একটা চাকুরী দেন
পাঁচ-ছ বছর হলো লেখা পড়া শেষ করে শুধুই আবেদনের পর আবেদন করছি,
চাকুরী হচ্ছে না!
চাকুরীর বাজারে নিজেকে প্রতিদিন টানতে টানতে
আমারও শক্তি ফুরিয়ে এসেছে,
তাই আজ সোজা আপনার কাছেই চলে এসেছি।

স্যার,
সমাজ বিজ্ঞানের সব ভুলে গেছি
‘সমাজ’ বানানও ভুলতে বসেছি
সমাজ থাকলে আমি কি আর বেকার থাকতাম?

স্যার,
সমাজ কাকে বলে?

————————
র শি দ  হা রু ন
২৬/১১/২০২৩