প্রতিদিনই তোমাকে
দেখার কৌতুহলে,
ঠায় দাড়িয়ে থাকি তোমার
গলির হাটুজলে,
হৃদপিণ্ডটা  আগলে রাখি তোমাকে
দেখাবো বলে।

দেখা দেওনা তুমি আমায়
হাজার বছর,
দুঃখ খুঁজতে খুঁজতে পাইনা বেঁচে
থাকার অবসর,
ইচ্ছে করে হয়ে যাই আজকের
প্রধান খবর ।

খুব শখ জাগে একদিন
মরে যাই মধ্যরাতে,
মরে গিয়ে দেখতে চাই-
তোমার কিছু কি
আসে যায় তাতে?
————————
রশিদ হারুন
২০/০৮/২০১৮