তুমি বলেছিলে,
-দেখা হবে।
আমাদের দেখা হয়নি আর কখনো।

‘দেখা হবে’ এর অর্থ বুঝতে বুঝতে
আমার একজীবন চলে গেলো!
মানুষ এখন আমাকে কবি বলে ডাকে।
—————————————
রশিদ হারুন
১৪/০৬/২০২০