তীব্র রোঁদে পিচ ঢালা শহরের এই ডিজিটাল রাস্তায়
গাড়ীর চাকার সাথে সুখগুলো
ক্ষয়ে ক্ষয়ে যায়,
আমার বুকের ভিতর জমানো একটি
‘এক  হাত আকাশ’,  
ট্রাফিক সিগন্যালে লাল আলোতে পালিয়ে যেতে করে শুধু হাসপাস।

আকাশ তুই পালিয়ে যা একবার
আমার ‘মন খারাপের দুখে’
তার জানালায় উকি দিয়ে দেখনা বারবার
সে আছে কোন সুখে ?
না, আমার মতো পালছে বুকে
এক বিশাল পারমানবিক হাহাকার?
আমার খবর দিসনে তাকে
তার খবর নিয়ে ফিরিস কিন্ত্তু
আমারই বুকে আবার ।

দুঃখ তুই এতো অন্ধ কেনো
শুধু পিছলে পড়িস
আমারই চড়ুই বারান্দায়
তুই চোখেও দেখিস না,
পথও চিনিস না,
আমাকে না ছাড়লে না ছাড়িস
তবুও যাসনে তার সুখের আংগিনায়।

রাজকন্যা,তুমি সুখটুকু রেখে দিও
তোমার পিতলের বৈয়মে’তে,
মনের সুখে খেলো তুমি
এক্কা দোক্কা সেইখানে’তে।
আমার কাঁচের বৈয়ম ভেংগে গেছে এক
রাজকুমারের তীরের নিশানাতে,
আমার বুকের আকাশ এখন ডাকে শুধু
মন খারাপের কবিতা’তে।
———————————————
রশিদ হারুন
১৯/১০/১৮