এই যে অঘুমে আমার এক জীবন,
নিজেরই বুকে হাত রেখে জংলি বিষণ্ণতাকে পোষ মানানো,
গোসলের ছলে জলের কলের নীচে দাঁড়িয়ে
শব্দহীন বিকট চিৎকারে
সমস্ত কান্নার জল ঢেলে দেওয়ার বৃথা কষ্ট।
মনোলীনা,
এই সব কষ্টের একটিও তুমি দাওনি আমাকে।
যেদিন থেকে আমি নিজেকে পুরুষ ভাবতে শুরু করেছি
সেদিন থেকেই এই কষ্ট আমার বুকে বাসা বেঁধেছে বিনা অনুমতিতে।
মনোলীনা,
আমি নিশ্চিত
তোমার কাছে কখনো পৌঁছেনি আমার এই কষ্টের খবর,
আমি বুক খুলে এই কষ্টের খবর কাউকে কখনো বলিনি,
এমন কি তোমাকেও না।
—————————————
র শি দ হা রু ন
২১/১০/২০২১