নতুন ভাড়াটিয়া এসেছে গলির শেষ বাড়ীর দোতালায়,
বারান্দায় একটা লাল ওড়না রোঁদে শুকোচ্ছো পরদিন থেকেই,
ক্লিপ দিয়ে আটকানো ভালে করে দড়ির সাথে,
ওড়না’টা ঝরো বাতাসে মাঝে মাঝে উড়ে উঠে কি এক অহংকারে,
অথবা মন খারাপ করে হঠা্ৎ ভিঁজে যায় আচমকা বৃষ্টিতে,
কখনো গুমোট বাতাসে একেবারে নিশ্চুপ পরে থাকে লাল ওড়নাটা দড়ির উপর।

লাল ওড়নাটা সর্বনাশ করেছে বালক’টির
সারাদিন বাড়ীর উল্টোদিকের দেওয়ালে হেলান দিয়ে দাড়িয়ে থাকে,
তাকিয়ে থাকে লাল ওড়না’টার দিকে,
যদি কোনো বালিকা লাল ওড়নাটা  ঘরে নিয়ে যায়।
বালক’টি ভাবে লাল ওড়নাটা তার মতোই অপেক্ষায় আছে একজন বালিকার জন্য।

আশ্চর্য একটা লাল ওড়না
আর বালকে’র একই হাহাকার।
————————
রশিদ হারুন
১৫/০৫/২০১৯