আজ প্রচন্ড গরমে সবাই অস্হির,
আকাশটা দম মেরে আছে সকাল থেকেই,
সকালের খবরের কাগজে আজ সব অস্হির খবর।
‘শেয়ার মার্কেটর সূচকের হঠাৎ উর্ধগতি, সন্দেহ জনক আঁচরন”
‘চালের দাম হঠাৎ করে লাফাতে শুরু করেছে, মজুতদারদের গোপন ষড়যন্ত্র”
“ঢাকা শহর অচল হয়ে গেছে ট্রাফিক জ্যামে, এই শহরে থাকার অযোগ্য হয়ে গেছে”
“সিলেটের ট্রেন ভুলে চলে গেছে চট্টগ্রাম, তদন্ত কমিটি গঠন”
“গরম কফিতে ঠোঁট পুড়েছে বলে প্রেমিকার থাপ্পর প্রেমিকের গালে”
“গরমে রাস্তায় বের হওয়া যাচ্ছে না,
মনে হয় সমস্ত শরীর পুড়ে যাবে”।
আজ এই শহরের সব নাগরিক জানে একটা বড় ক্রাইসিস হতে পারে,
মনোলীনা,
আজই আমি তোমাকে প্রপোজ করবো,
আমি ‘একশো একটি হলুদ গোলাপ’ জোগার করেছি শুধুই তোমার জন্য,
শাহবাগের মোড়ে আমি হাটু গেড়ে
হলিউডের নায়ক’দের মতো করে বলবো,
“তুমি কি আমার সাথে মিলে শহরের শান্তি ফিরিয়ে আনবে?
চলো আমরা ভালেবাসি,
I love you “
তুমি ‘হা’ বললেই সব অস্হিরতা,
গুমোট ভাব নিমিষেই কেটে যাবে,
আকাশ শীতল বৃষ্টিতে সমস্ত শহর ঠান্ডা করে দিবে নিমিষেই।
আর ‘না’ বললে শহরের এতো অস্হিরতার দায়িত্ব আমি একা নিতে পারবো না?
নাগরিক কর্তব্য বলে একটা শব্দ তুমি নিশ্চই শুনেছ?
সব ক্রাইসিস হয়তো সামাল দেওয়া যাবে সরকারী ভাবে ১৪৪ ধারা জারি করে.
কিন্তু আমি সোজা অনশনে চলে যাবো, কারো অনুরোধ , ধমক আমি শুনবো না,
তোমার ‘হা’- না শোনা পর্যন্ত,
এমনকি মাননীয় রাষ্ট্রপতি অনুরোধ করলেও আমি এই অনশন ভাংগবো না।
মনেলীনা,
আমি অগ্রিম দাবী জানিয়ে রাখছি তীব্র ভাবে,
তুমি আমার জমানো “একশো একটি হলুদ গোলাপের কষ্ট’
একবার বুঝার চেষ্টা করবে,
এই শহরের নাগরিক’দের সস্হির জন্য।
—————————
রশিদ হারুন
১৫/০৪/২০১৯