খোদা তোমায় খুঁজতে  
‘রশিদ হারুন’ পথে পথে ঘুরে
পথের মাঝে পথ ভুলে
বার বার মরে।
নিজের বুকেই তোমায় রেখে
অন্য বুকে দেয় উকি,
অশুদ্ধ মনে তোমায় খুঁজা
এ যেনো,
নিজের সাথে নিজের ফাঁকি।

খোদা তুমি ‘রশিদ হারুন’কে
শুদ্ধ করে দাও।
———————-
রশিদ হারুন
১৮/০৫/২০১৮