যেখানেই যাই
যতো দূরেই যাই
সেই একই পথেই গিয়ে দাঁড়াই
আর তাকিয়ে দেখি আমি একা
আর আমার ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে
আমার মৃত্যূ।
সম্পদ বলতে
বুকে জমা
জীবনের খরচ হওয়া কিছু ঝাপসা ছবি।

চলে যাবো
যাবোইতো
আগে বা পরে
হয়তো এক জীবনের
আরো কিছু ঝাপসা ছবি জমিয়ে।

তোমরাও,
জীবনের ছবি তোলা শেষ হলে
আস্তে ধীরে সুস্থে আসো,
তাড়াহুড়া করো না
পথ একটাই
যেখানেই যাও।

————————
রশিদ হারুন
২৮/১১/২০২৪
ক্যালগেরি, কানাডা