বয়স কালে মানুষ ধীরে ধীরে নিজের চেহারাও ভুলেতে থাকে।
টানের বয়সে মানুষ নিজেকে দেখতে আয়নায় তাকালেও আয়নাও কেঁপে উঠে জলের মতো
নিজেকেই সবচেয়ে বেশি অপরিচিত মনে হয়।

পড়তি বয়সে তাই আমার চেহারা দেখতে
মন খারাপ করে
আমিও পূর্ণিমার চাঁদের মতো তাকিয়ে থাকি কোন এক পুকুরে।
নিজের চেহারা বাদে শুধু হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলো ভেসে উঠে সেই পুকুর জলে!
আর আমার সময় ডুবতে থাকে সেই জলে আমারই মন খারাপ করা জীবনটাকে নিয়ে।

আজকাল পড়তি বয়সে ডুবতে ডুবতে জল থেকে মুখ বের করে
নিঃসঙ্গ পূর্ণিমার চাঁদকে শুনিয়ে শুনিয়ে বলি,
ভালোইতো এই জীবন
তবুওতো মানব জীবন।
———————
র শি দ  হা রু ন
০৯/০৫/২০২৩