এই শহরে অসুখ কেনাবেচা হয় সুখের রঙের ছদ্মবেশী মোড়কে।
শহরের সব ঈশ্বরের দরবারে নিজেকে বন্ধক রেখে,
আমার ক্লান্ত কাঁধে চকমকা রঙের সুখের প্যাকেট বয়ে সংসারে ফিরি প্রতিদিন।
ছদ্মবেশী সুখের বাক্সে
থরে থরে অসুখ সাঁজিয়ে
ঘর সংসার ভরে ফেলি,
শুধু এই শহরের সব ঈশ্বরকে খুশি করার জন্য।
গভীর রাত্রিতে প্রায়ই ঘুম ভেঙে যায় ক্ষুধার্ত পোকামাকড়ের ফিসফিসানিতে,
“বাক্স-ভর্তি থরে থরে সাঁজানো
সব অসুখ আর অসুখ,
সুখের রঙের এই ছদ্মবেশী প্যাকেটে
-অসুখের কোন স্বাদ নেই”।
গভীর রাতে এই শহরের সব ঈশ্বর খুশি হয় আমার অঘুমের তীব্র অসুখে,
আর ক্ষুধার্ত পোকামাকড়ের বিষাদের অভিশাপ জমাই আমারই বুকে
-অসুখের কোন স্বাদ নেই,
অসুখের কোন স্বাদ নেই।
———————————-
র শি দ হা রু ন
১৯/১২/২০২০