ঝড় কি আর বলে কয়ে আসে?

হঠাৎ বাতাসের ভুল খেলায় রিকশার পর্দা খানিকটা সরে গেলো,
এক নারীর আশ্চর্য ভয়ার্ত আর মায়াবী  দু’টি চোখ ভেসে উঠলো একঝলক,
বৃষ্টির ঝাপটায় মুখটাও ভিঁজে গেলো মনে হলো সেই সময়ই।

আমার কি আর দোষ?
হঠাৎ ঝড়ে আশ্রিত ছিলাম গলির মোড়ের এক চায়ের দোকানে,
আমার চোখটাও চলে গেলো সেই রিকশার সাথেই।

আকাশের ঝড় থেমেছে সেই কবেই,
রোদ্রের তাপে বৃষ্টি ভেজা রাস্তা
শুকিয়েছে অনেক’দিন হলো।
শুধু আমি চোখ হারিয়েছি তারপর থেকেই।

ঝড় কি আর বলে কয়ে আসে?

সেদিন থেকে দুপুর হলেই
প্রতিদিনই বুকে প্রচন্ড ঝড় বৃষ্টি নিয়ে
সেই চায়ের দোকানে দাড়িয়ে থাকি একজোড়া চোখের জন্য,
যদি আবারো কোনদিন শুরু হয় সেদিনের সেই ঝড় বৃষ্টি আকাশে বাতাসে।
———————
রশিদ হারুন
১১/০৮/২০১৯