আমার ঘরের ভেন্টিলেটারে বাস করে নিঃসঙ্গ এক বৃদ্ধ টিকটিকি।

পূর্ণিমার চাঁদের আলোতে আজ আকাশের মেঘগুলো যখন দেমাকী হয়ে উড়ছিলো,
তখনই ঘরের সব বাতি নিভিয়ে আমি চাঁদের সে‌ই আলোতে একটু আমাকেই খুঁজছিলাম।

বৃদ্ধ টিকটিকিটি ভেন্টিলেটার থেকে গলা বের করে চাঁদের সেই আলোতে আমাকে দেখে মাঝে মাঝে।
অথচ আমিই দেখতে পাইনা আমার নিজেকে,
কখন যে আমি বাসনার আগুনে জ্বলছি নিঃসঙ্গতার দোষে পূর্ণিমার সেই চাঁদের আলোতে।

আমি এইভাবে অঘুমে কোটি বছর যাবত এক অদ্ভুত অপেক্ষায়
নিস্ফল রাতের পর রাত পার করছি জানালার পাশে বসে বসে,
আর বৃদ্ধ টিকটিকিটি অঘুমে রাত পার করে আমাকে তার সংঙ্গী ভেবে ভেবে।
—————————————

র শি দ  হা রু ন
১০/১০/২০২০