বারান্দায় কিংবা চলন্ত রিকশা থেকে
বাতাসে ছুঁড়ে দেওয়া
সেই চটুল হাসি এখন নিষিদ্ধ হয়ে
আমার বুকে লুকিয়ে আছে।
তুমি কি স্বামী সন্তান আর রান্না ঘরের ফাঁদে আটকা পড়েছ?
আমিও সংসারের ফাঁদে আটকা পরা একই মানুষ।
তোমার ছুঁড়ে দেওয়া সেই নিষিদ্ধ হাসি বুক থেকে বের করে
পার্থিব সব ফাঁকি দিয়ে মাঝে মাঝে এখনো ছুঁয়ে দেখি।
তুমি কি তোমার শরীরে হঠাৎ হঠাৎ
আমার দীর্ঘশ্বাসের গরম বাতাসের আঁচ টের পাও।
—————
র শি দ হা রু ন
১১/০৮/২০২২