আমি ডিপ্রেশনে তোমাতেই মরি,
আমি ফ্রাসটেশনে ও তোমাতেই মরি,
মরতে মরতে আবারও হঠাৎ জেগে উঠি হারহামেশাা,
তোমাতে মৃত্যু আর বেঁচে থাকা আমার এক ভয়ংন্কর নেশা।

এ নেশা যতই পান করি আমি গ্লাসে করে
গ্লাস খালি হওয়ার আগেই কি ভাবে যেনো আবার যায় ভরে ?
———————
রশিদ হারুন
০৮/১১/১৮