বৈশাখ মাস
কালবৈশাখী ঝড়তো হবেই
সাথে বজ্র সহ বৃষ্টি
এটা নাকি গ্রীষ্ম কাল।
প্রায়ই দেখি আমার বুকেও
বজ্র সহ বৃষ্টির বসবাস ,
আমি বুঝি না বুকের ভিতর
এখন কোন কালের সৃষ্টি
অভিমান, প্রতারনা,নিঃসংঙ্গতা,
নাকি বিরহ কাল,
অথবা,
একেবারে আমার মরন কাল।
------------------------------------
রশিদ হারুন
০৯/০৫/১৮