আমাকে এভাবেই যেতে হবে!!
কে যেনো লিখে রেখেছিলো?
সারাজীবন মায়াবী চাঁদের কবিতা লিখলাম,
‌অথচ, আজই আকাশে কেন যেনো চাঁদ নেই!!
চারিদিকে এতো ঘুটঘুটে অন্ধকার,
তবুও আমাকে হারিয়ে যেতেই হবে!!
ও চাঁদ, দোহাই তোমার-
-আমাকে যেনো কেউ খুঁজে না পায়।
———————-
রশিদ হারুন
০৮/০২/২০২০